বাংলাদেশে বর্তমান গাড়ির বাজারে সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টয়োটা। মুলত আশির দশকে এর প্রসার শুরু হলেও কালের পরিক্রমায় বাংলাদেশের প্রাইভেট গাড়ির বাজার প্রায় একচেটিয়া ভাবে দখল করে নেয় টয়োটা। এসব গাড়ির অধিকাংশই অবশ্য রিকন্ডিশন্ড। রিপেয়ার সার্ভিসের জন্য দক্ষ কারিগর ও স্পেয়ার পার্টসের সহজ প্রাপ্যতা এর বাজারকে বেশ শক্তিশালি করে রেখেছে।